Buyer Communication

কেন আমি ইংলিশে দুর্বলদের জন্য “বায়ার কমিউনিকেশন” কোর্সটি তৈরি করেছি?

দক্ষ এবং সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য ভালো কাজ জানার পাশাপাশি সঠিক বায়ার কমিউনিকেশন স্কিল এবং ইংরেজি জানা জরুরী। ফ্রিল্যান্সিং এ সফল ক্যারিয়ার গড়তে এবং লংটার্ম কাজ করতে চাইলে ভালো কাজ জানার পাশাপাশি নি:সন্দেহে ভালো বায়ার কমিউনিকেশন জানতে হবে। 


আমরা ভালো কাজ জানা সত্তেও শুধু মাত্র ভালো বায়ার কমিউনিকেশন স্কিল না থাকার কারনে অধিকাংশ বায়ার কাজ না দিয়েই চলে যায়। আর এ জন্যেই ভালো কাজ জানা সত্তেও ফ্রিল্যান্সিং এ সফল হতে পারছি না। ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার প্রধান একটি কারন হলো স্মার্ট বায়ার কমিউনিকেশন না জানা। তাই স্মার্ট বায়ার কমিউনিকেশন জানার কোন বিকল্প নাই। 


বায়ার কমিউনিকেশন কোর্স কনটেন্টগুলো কে এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে সহজেই সঠিক ভাবে স্মার্টলি বায়ার কমিউনিকেশন করবেন বিস্তারিত দেখানো হয়েছে। যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে অন্য লেভেলে নিয়ে যেতে সর্বোচ্চ সহযোগীতা করবে-ইনশা আল্লাহ। 


কি কি থাকছে এই কোর্সে? 

১। নিজের এবং কাজের সম্পর্কে বায়ারকে স্মার্টলি যে ভাবে বলবেন- রেডি টেমপ্লেট। 

২। বায়ার কে স্মার্টলি প্রশ্ন/উত্তর করার কৌশল- রেডি টেমপ্লেট। 

৩। বায়ারের কথা/জব ডেসক্রিপশন না বুঝলে যে ভাবে ম্যানেজ দিবেন- রেডি টেমপ্লেট। 

৪। বায়ারকে কাজ এবং কথা দিয়ে কিভাবে আরো আন্তরিক করে নিবেন- রেডি টেমপ্লেট। 

৫। বায়ারকে ইচ্ছেমত কোটেশন ধরে প্রশ্ন করার কৌশন- রেডি টেমপ্লেট। 

৬। বায়ার সচরাচর যে ধরনের প্রশ্ন করে থাকে- রেডি টেমপ্লেট। 

৭। স্মার্ট কভার লেটার যে ভাবে লিখবেন- রেডি টেমপ্লেট। 

৮। বায়ার ম্যানেজ করার অসাধারণ ম্যাসেজ- রেডি টেমপ্লেট। 

৯। বায়ারকে ম্যানেজ করার অসাধারণ মেইল- রেডি টেমপ্লেট। 

১০। বায়ার কমিউনাকেশনে এবং ইংরেজীতে আরো দক্ষ হওয়ার জন্য শূন্যস্থান প্রাকটিস- রেডি টেমপ্লেট। 


কোর্সটি কারা করতে পারবেন?

>> যারা এক ক্লাইন্টকে লংটার্ম ধরে রাখতে চান। 

>> ফ্রিল্যান্সিং এর ইনকাম কে বাড়াতে চান। 

>> যারা ফ্রিল্যান্সিং কে একটি সফল ক্যারিয়ার হিসেবে নিতে চান। 

>> ফ্রিল্যান্সিং করছেন কিন্তু বায়ার কমিউনিকেশনে আরো অভিজ্ঞ হয়ে  বেশী কাজ আনতে চান। 

>> মার্কেটপ্লেসের পাশাপাশি মার্কেটপ্লেসের বাহিরে ভালো ভাবে কাজ করতে চান। 

>> ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের এজেন্সির মাধ্যমে সার্ভিস দিতে চান।

সচরাচর প্রশ্ন সমূহ- (FAQ)



(১) কোর্সটি কিভাবে করবো? 

 আপনি ঘরে বসে অনলাইনে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। 

(২) অনলাইন কোর্সটিতে কিভাবে জয়েন হবো? 

আপনি যে কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে কোর্সে জয়েন হতে পারবেন- 

যেমন- DBBL/নেক্সাস/ভিসা/মাষ্টার কার্ড/ বিকাশ/নগদ/রকেট দিয়ে পেমেন্ট করতে পারেবন। 

(৩) সাপোর্ট কিভাবে পাবো? .............................................................. কোর্স ইনরোল যেভাবে করবেন ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

কোর্স সিলেবাস

ইনস্ট্রাক্টর

Faysal Hossain

Directed By Cambridge Certified Trainer, Certified Trainer (IELTS And Phonology). IDP (Australia) & LTTC (UK), TTT,DELTA (M2), CELTA University Of Cambridge TESOL, TEYL (UK)

শিক্ষার্থীদের রিভিউ

শিক্ষার্থীদের মতামত

  • Md. Rabbi Hossain Avatar
    Md. Rabbi Hossain - 2 years ago
    স্যার, প্রাইজ টা কম হলে ভাল হয়।

  • Alif Al Mamun Avatar
    Alif Al Mamun - 2 years ago
    প্রাইজ কম হলে ভাল হয় স্যার

  • Md Helal Shah Avatar
    Md Helal Shah - 2 years ago
    স্যার আপনি কেমন আছেন। আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না। আমি কিভাবে আমার ইংরেজি দক্ষতা উন্নত করতে পারি?

  • Md Solaiman Avatar
    Md Solaiman - 2 years ago
    sir opekkhay aci

  • Arif Avatar
    Arif - 2 years ago
    প্রাইজ কম হলে ভাল হয়

লগইন প্রযোজ্য

এই কোর্স সম্পর্কে মতামত দিতে অবশ্যই আগে লগইন করতে হবে।

লগইন করুন
৳৯৯৯ (৩) ৪
Faysal Hossain

Directed By Cambridge Certified Trainer, Certified Trainer (IELTS And Phonology). IDP (Australia) & LTTC (UK), TTT,DELTA (M2), CELTA University Of Cambridge TESOL, TEYL (UK)

  • ক্যাটাগরিঃ Win Buyer's Heart
  • কোর্সটি করছেনঃ ৯৯৩ শিক্ষার্থী
  • লেসন সংখ্যাঃ ৬৯ টি
  • সময় লাগবেঃ ১ ঘণ্টা, ১২ মিনিট, ৩৬ সেকেন্ড
  • সর্বশেষ সংষ্করণঃ শুক্র, অক্টো ১৪, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ